
মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিনকে সংবর্ধনা দিয়েছে মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত। শনিবার (২৭ মে) রাতে শারজাহ নুর আল হেলাল রেস্টুরেন্টে হল সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি নুরুল আমিন।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হাছানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী বেলায়েত হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ ভূঁইয়া ও সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি নুরুল আলম, উপদেষ্টা পরিষদের সদস্য সালাউদ্দিন হেলাল, মোবারক হোসেন মাসুদ, নুর উদ্দিন ভূঁইয়া, মোরশেদ, নাসির উদ্দিন চৌধুরী, নুরুল আবছার, আযহার উল্লাহ ও শাহাবুদ্দিন ভূঁইয়া, সংগঠনের সহ-সভাপতি মোজাম্মেল হক, মোশারফ হোসেন রিপন, হানিফ খোকন, মহিউদ্দিন টিটু ,সালাউদ্দিন লিটন, হামদু চৌধুরী, নাসির উদ্দিন, অর্থ সম্পাদক মাঈনুদ্দীন, সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিন আসিফ, সোহাগ, প্রচার সম্পাদক কামরুল ইসলাম।
