মিরসরাই প্রতিনিধি
‘সেবায় সাম্যে এক মঞ্চে’ এ স্লোগানে বিগত ৩ বছরের ধারাবাহিকতায় মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার ৪র্থ পুনর্মিলনী আগামী ৮ ফেব্রুয়ারি (শুক্রবার) মুহুরী প্রজেক্টে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে মিরসরাই উপজেলা সমাজসেবা কার্যালয়ে আজ রবিবার (২০ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকায় উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে উপজেলা সমাজসেবা অফিসার সাবরিনা রহমান লিনার সভাপতিত্বে এবং শান্তিনীড় সভাপতি আশরাফ উদ্দিনের সঞ্চালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল জানান, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবার ৪র্থ পুনর্মিলনী মুহুরী প্রজেক্টে অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত দিনব্যাপী অনুষ্ঠানমালা সাজানো হয়েছে। এবার রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা, রেজিস্ট্রেশনের শেষ তারিখ আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত। স্ব-স্ব ক্লাবের প্রতিনিধির মাধ্যমে নির্ধারিত তারিখের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।