মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার ভার্চুয়াল সভা

211

 

মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার ভার্চুয়াল সভা আজ (১৪ জুলাই) শুক্রবার সন্ধ্যা ৭:১৫ মিনিটে শুরু হয়। সভায় সমাজকর্মীরা মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার পথচলা ও ভবিষৎ করণীয় শীর্ষক মতামত তুলে ধরেন।

স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়ের সভাপতি আশরাফ উদ্দিন সোহেলের উপস্থাপনায় জুম অ্যাপসে প্রায় ৩ঘন্টা চলমান সভায় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলার সাবেক সফল সমাজসেবা কর্মকর্তা বর্তমানে খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: জসিম উদ্দীন যার হাত ধরে শুরু হয় মিসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার পথচলা।

সভায় উপস্থিত থেকে মতামত তুলে ধরেন দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন, অভিযান ক্লাবের সভাপতি সোলেমান উদ্দিন বাদশা, প্রজন্ম মিরসরাইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ইউনুছ নূরী, হিতকরীর নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম রয়েল, পজিটিভ মিরসরাই পত্রিকার সম্পাদক কামরুল হাসান জনি, নির্বাণ সংঘের সভাপতি তানভীর হাসান, আদর্শ বন্ধু ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি দীন মোহাম্মদ, ইউসামের জুরি বোর্ডের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম, মধ্যম আমবাড়ীয়া যুব সংঘের সভাপতি আলতাফ হোসেন, ফ্রেন্ডশীপ-৯৮ ও প্রজন্মের ভাবনার এডমিন দীন মোহাম্মদ, অভিযান ক্লাবের সাবেক সম্পাদক শওকত হোসেন, অদম্য-২০০৫ এর সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজেদ, প্রচেষ্টা ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অনুপ দাশ, হৃদিসখার মুহাম্মদ দিদারুল আলম, ফ্রেন্ডস মিডিয়ার নিজাম উদ্দিন, লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাইয়ের চার্টার সভাপতি শওকত হোসেন, সৃজন যুব সংঘের সভাপতি আসিফুল ইসলাম, বাড়ীয়াখালী যুব সংঘের সভাপতি মনজুর আলম, প্রজন্ম মিরসরাইয়ের সভাপতি জাহেদুল ইসলাম, বিপ্লব সংঘের ঈসমাইল হোসেন, আদর্শ গ্রাম শেখটোলার তপু, লিও ক্লাব অব চট্টগ্রাম হিলভিউ এর সভাপতি ওমর ফারুক, আমিরাতে মিরসরাইয়ানের ইয়াছিন আরাফাত সোহাগ, মিরসরাই ইয়ুথ ফোরামের আরশাদ নুর, নব উদয় সংঘের সম্পাদক শফিক রহমান, মানবতার তরীর হোসেন ইমাম প্রমুখ।

সকলের মতামতের ভিত্তিতে সাংগঠনিক কাঠামো গঠনের লক্ষ্যে আরো বিশদ পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে পরবর্তী সভায় সিদ্ধান্ত গ্রহণ হবে। প্রায় ৩ ঘন্টা চলমান সভা রাত ১০:০৯ মিনিটে শেষ হয়।

উল্লেখ্য, ২০১৬ সালে মিরসরাই উপজেলার নিবন্ধিত ও অনিবন্ধিত স্বেচছাসেবী সংগঠনসমূহের সমন্বয়ে গঠিত হয় মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থা। গত ৪ বছরে ৪টি পুনর্মিলনী (মহামায়া, বাওয়াছড়া, ফরেষ্ট বিট ও মুহুরী প্রজেক্ট), ২টি মানববন্ধন (গাজীপুরে বয়লার বিস্ফোরণ ও নুসরাত হত্যা), নাগরিক সংবর্ধনা এবং জাতীয় যুব দিবস উদযাপনসহ মোট ১১টি প্রোগ্রাম সম্মিলিতভাবে বাস্তবায়িত হয়। এছাড়াও স্বেচ্ছাসেবীদের মুখপাত্র হিসেবে বিগত ১বছর যাবত নিয়মিত প্রকাশিত হচ্ছে পজিটিভ মিরসরাই পত্রিকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here