মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১৩ শিক্ষক কর্মচারীকে অব্যাহতির সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ

147

 

মিরসরাই প্রতিনিধি::
মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নন এমপিও ভূক্ত ১৩ শিক্ষক কর্মচারীকে জোরপূর্বক অব্যাহতির সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বিদ্যালয় গেইটে প্রায় দুই ঘন্টা ধরে ওই বিক্ষোভ করে অবিলম্বে অতিথি শিক্ষকদের অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানান। আগামী ৪৮ ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের দাবি মানা না হলে আগামী রোববার থেকে বিদ্যালয়ের সকল ক্লাস বর্জন ও বার্ষিক পরীক্ষায় কোন শিক্ষার্থী অংশ গ্রহন না করার ঘোষণা দেয় তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে নন এমপিও ভূক্ত ৯ শিক্ষক ও ৪ জন কর্মচারী দীর্ঘ দুই যুগ ধরে কর্মরত রয়েছেন। তাদের কারো কারো দৈনিক সম্মানী পড়ে ১০০ থেকে ১৮০ টাকা। চলতি বছরের শুরু দিকে নন এমপিও শিক্ষক কর্মচারীরা তাদের সম্মানী বাড়ানো দাবি তুললে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে তাদের দ্বন্দ্ব শুরু হয়। বিদ্যালয়ের আর্থিক সংকট ও সরকারি নিয়মকানুনের অজুহাত তুলে চলতি মাসের শুরুর দিকে অতিথি শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর মাসে বিদ্যালয় থেকে অব্যাহতি দেয়ার বিষয় মৌখিক ভাবে জানিয়ে দেন প্রধান শিক্ষক মহিউদ্দিন। কিন্তু বিদ্যালয়ের শিক্ষার্থীরা অতিথি শিক্ষকদের অব্যাহতির সিদ্ধান্ত মেনে নিতে পারছে না।

বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, তারা কোন শিক্ষকের অব্যাহতি চান না। অতিথি শিক্ষকদের অব্যাহতি দিলে বিদ্যালয়ে শিক্ষক থাকবেন মাত্র ১০ জন। ওই ১০ জন শিক্ষক বিদ্যালয়ের সাড়ে ৭’শ শিক্ষার্থীকে কিভাবে পাঠদান করবেন। মূলত অতিথি শিক্ষকরা সম্মানী বাড়ানোর দাবি তোলায় তাদের অব্যাহতি দিয়ে নতুন বছর এলে নতুন অতিথি শিক্ষক নেয়ার পায়তারা করছেন প্রধান শিক্ষক।

শিক্ষার্থীরা দাবি করেন, অতিথি শিক্ষকদের পক্ষে কথা বলায় বিদ্যালয়ের দুই জন শিক্ষক তাদেরকে কোন অজুহাত ছাড়াই বেত দিয়ে পিটায়। বিদ্যালয় থেকে টি. সি. দিয়ে বের করে হুমকী দেয় এবং লাল কালিতে শিক্ষার্থীদের নামের তালিকা করছে।

শিক্ষার্থী আন্দোলনের নেতৃত্বে থাকা ৮ম ও ৯ম শ্রেনীর শিক্ষার্থী আলাউদ্দিন, শ্রীকান্ত, সাখাওয়াত হোসেন শুভ, মাহিন, যুবরাজ ও নোহেল দাবি করেন, দীর্ঘদিন অতিথি শিক্ষকরা বিদ্যালয়ের পিছনে শ্রম দিয়ে গেছেন। যে সম্মানী তাদের দেয়া হয় তা বর্তমান যুগে মানায় না। তারা সম্মানী বাড়ানো দাবি করায় মূলত তাদেরকে অব্যাহতির সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারা কোন শিক্ষকের অব্যাহতি চান না। অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে আগামী রোববার থেকে বিদ্যালয়ে কোন ক্লাস হবে না এবং বার্ষিক পরীক্ষায় কোন শিক্ষার্থী অংশ গ্রহন করবে না এবং প্রধান শিক্ষক বিদ্যালয় থেকে পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন শান্তিপূর্ণ ভাবে চালিয়ে যাবেন।

শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির বিষয়ে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন জানান, অতিথি শিক্ষকদের আর্থিক বিষয় ও সরকারি নিয়মকানুনের কারণে ডিসেম্বরের পর যার যার সুবিধা মতো জায়গায় চেষ্টা করতে মৌখিক ভাবে জানানো হয়েছে। কিন্তু এখনি অব্যাহতির কথা তাদের বলা হয়নি। তাদের অব্যহতি দিলে শিক্ষক সংকট হবে কিনা এ প্রশ্নে তিনি জানান, নতুন বছর এলে বিদ্যালয়ের অভিভাবক সভায় তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। শিক্ষার্থীদের অতিথি শিক্ষকদের কেউ কেউ উত্তেজিত করছে বলে তিনি অভিযোগ করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here