মিসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত, আহত ১০

193

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক কৃষক নিহত ও ১০ বাস যাত্রী আহত হয়েছেন। এসময় আহত হয়েছেন একজন। রবিবার (২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে বড়তাকিয়া বাজার ও সোনাপাহাড় এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম দীপক চন্দ্র নাথ (৫০)। তিনি উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার বাসিন্দা। আহত যুবকের নাম মো. আলাউদ্দিন (৩০)। এছাড়া দুপুরে উপজেলার সোনাপাহাড় এলাকায় এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ওমেরা গ্যাস লিঃ এর ভাউচারকে ধাক্কা দিলে এনা দুমড়ে মুছড়ে যায়। এসময় বাসের ১০ যাত্রী আহত হয়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় মো. সাইফুল ইসলাম বলেন, আজ সকাল সাড়ে সাতটার দিকে বড়তাকিয়া বাজার বাইপাস রোডে বেপরোয়া গতির পিকআপভ্যান সবজিবাহী রিকশাভ্যানকে চাপা দেয়। এতে ওই রিকশাভ্যানের চালক আহত হন। ঘটনাস্থলেই নিহত হন রিকশাভ্যানে বসে থাকা দীপক চন্দ্র নাথ নামের এক কৃষক।
খৈয়াছড়ার ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য এস এম নুরুল আবছার বলেন, নিহত দীপক চন্দ্র নাথ একজন দরিদ্র কৃষক। মানুষের জমি বর্গা নিয়ে চাষাবাদ করে সংসার চালাতেন তিনি।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সোহেল সরকার বলেন, সকালে মহাসড়কের বড়তাকিয়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কৃষক নিহত হন। দুর্ঘটনার পর চালক গাড়ি রেখে পালিয়ে গেছেন। গাড়িটি জব্দ করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here