

মিরসরাইয়ে মুক্তিযুদ্ধকে জানো-বাংলাদেশকে জানো শীর্ষক কুইজ প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ মার্চ) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মিরসরাই উপজেলা কমান্ডের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগীতায় উপজেলার ২টি কলেজ, ৬টি মাদরাসা, ২৩টি উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমদ, ডেপুটি কমান্ডার আবুল হাশিম, সাংগঠনিক কমান্ডার ফজলুল করিম। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমদ জানান, কুইজ প্রতিযোগীতার মাধ্যমে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।
