মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন

358

প্রেস বিজ্ঞপ্তি::

স্বেচ্ছাসেবী সংগঠন র শিক্ষা তহবিল ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এলাকার মেধাবী ও সুবিধাবঞ্চিত ৪৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে ব্যবস্থাপনা কমিটির আহবায়ক মিজানুর রহমান রুবেলের সঞ্চালনায় ও সংস্থার সভাপতি তোফায়েল আমিন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এনায়েত হোসেন নয়ন। আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য জনাব শহীদুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন। এনায়েত হোসেন নয়ন বলেন, “মেধাবী শিক্ষার্থীরা কখনো গরীব হতে পারেনা। মেধাই তাদের অমূল্য সম্পদ। এসব শিক্ষার্থীদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব।” এসময় তিনি সংস্থার এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। তোফায়েল আমিন মাসুদ বলেন, “আমরা চাই সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরাও শিক্ষার আলোয় আলোকিত হোক। কোন বাধাই যেন তাদের আটকাতে না পারে। তাই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।” তিনি আরও বলেন, ” আমাদের তহবিল ব্যবস্থাপনায় মরহুম এটিএম ঈসমাইল মিন্টু চেয়ারম্যান পরিবার, বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী জনাব জানে আলম আলমগীর, সংস্থার শুভাকাঙ্ক্ষী ও সদস্যবৃন্দ নিয়মিতভাবে অনুদান দিয়ে আসছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।” অনুষ্ঠানে সংস্থার কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ ও অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন। এবছর ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here