চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে এ পর্যন্ত দলের হয়ে মহানগর বিএনপির ৬ নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরা হলেন-মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সহ সভাপতি নিয়াজ মোহাম্মাদ খান, সহ-সভাপতি সৈয়দ আজম উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও সাবেক যুগ্ম সম্পাদক মো. এরশাদ উল্লাহ ও ডা. লুসি খান। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।