বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা থেকে বিএনপির নীতিনির্ধারকদের উদ্দেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে কঠোর আন্দোলনের ডাক দেয়ার আহ্বান জানিয়েছেন যুবদলের নেতারা। আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে যুব নেতারা কঠোর আন্দোলন ঘোষণা করার দাবি জানান। এসময় দর্শক সারিতে বসা যুবদলের শত শত নেতাকর্মী বেগম জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে।
এর আগে আজ মঙ্গলবার দুপুর ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভা উপলক্ষে দুপুর ২টা থেকে রাজধানীর বিভিন্ন সাংগঠনিক ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যুবদল নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আসেন। ইতিমধ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সভাস্থল যুবদল নেতাকর্মীদের ভিড়ে লোকে লোকারণ্য।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও উপস্থিত আছেন, বিএনপির স্থায়ী কমিটির সাদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন আহসান প্রমুখ।