মিরসরাই প্রতিনিধি::
মিরসরাই উপজেলার রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ২০২০ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারী) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মলিয়াইশ প্রাইমারী স্কুলের সাবেক প্রধান শিক্ষক প্রপুল্ল কুমার নাথ, শুভেচ্ছা বক্তব্য রাখেন মিরসরাই প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউছুপ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র নাথ, অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক খাইরুল আলম মামুন।
বক্তারা পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশ কামনা করার পাশাপাশি প্রত্যেক ছাত্র-ছাত্রী যেন ভাল ফলাফল করে এ বিদ্যালয় থেকে বিদায় নিয়ে উন্নত ও উজ্জ্বল ভবিষ্যৎ জীবন গড়তে পারে সেই প্রত্যাশাই করেন ।