লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাই’র যাত্রা শুরু

281


মিরসরাই প্রতিনিধি


লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাই’র যাত্রা শুরু হয়েছে। চট্টগ্রাম নগরীর জুবলী রোডস্থ ক্লিফটন গ্রুপের প্রধান কার্যালয়ের সেমিনার হলে নবগঠিত কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্লিফটন গ্রুপের সিইও এবং লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫-বি ৪ বাংলাদেশ রিজিঅন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার) লায়ন মহি উদ্দিন চৌধুরী।
লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মিরসরাই’র ডিরেক্টর লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুলের সঞ্চালনায় লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মিরসরাই’র প্রেসিডেন্ট ইলিয়াছ সিরাজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫-বি ৪ এর জোন চেয়ারপার্সন লায়ন তাহের আহম্মদ, লিও জেলা সাবেক প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান, লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মিরসরাই ভাইস প্রেসিডেন্ট লায়ন মাঈন উদ্দিন, সেক্রেটারী লায়ন রাখাল চন্দ্র নাথ, লায়ন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, লায়ন মফিজুর ইসলাম রয়েল, ইলিয়াছ রিপন, লিও জেলা প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম চৌধুরী, সেক্রেটারী মেহেদী হাসান, জয়েন্ট ট্রেজারার মাহী চৌধুরী।
আলোচনা সভা শেষে লিও মোহাম্মদ শওকত হোসেনকে প্রেসিডেন্ট, দাউদুল ইসলাম আবীরকে ভাইস প্রেসিডেন্ট, লিও কাজী তোফাজ্জেল হোসেনকে সেক্রেটারী, লিও আসিফুল ইসলামকে ট্রেজারার করে লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাই’র চার্টার কমিটি ঘোষণা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here