নিউজ ডেস্ক..
আজ ২৮অক্টোবর, রোজ রবিবার হাদিয়ে দ্বীন ও মিলাত মুরশেদে আজম গাজিয়ে বালাকোট হযরত শাহ সুফি নূর মুহাম্মদ নিজামপুরি (রঃ) এর ইছালে ছাওয়াব ও বার্ষিক মাহফিল।
সকাল ৭টা হতে খতমে কুরআনে করিম, খতমে তাহলীল ও অন্যান্য খতমাত। বাদ জোহর ওয়াজ নছিহত ও জীবনীর উপর আলোচনা। বাদ মাগরিব জিকির আজকার, মিলাদ শরীফ ও আখেরী মুনাজাত এবং বাদ এশা তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।
বালাকোট যুদ্ধের গাজী হজরত শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহ: একজন নন্দিত সাধক পুরুষ। সমসাময়িক সমাজব্যবস্থায় রেসালাতে মোহাম্মদ সা:-এর আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছেন। ১৮৩১ খ্রিষ্টাব্দের তিনি বালাকোটের প্রান্তরে বীর বিক্রমে যুদ্ধ করে গাজী উপাধিতে ভূষিত হন এবং মুসলিম পুনর্জাগরণ ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করে গেছেন।
বি.দ্র:: কেহ যদি তাবরুকে শরীক হতে ইচ্ছা রাখেন রশিদের মাধ্যমে শরীক হতে পারেন।