শিশুকে শ্লীলতাহানী : আ’লীগ নেতার কারাদণ্ড

244

যশোর জেলার কেশবপুর উপজেলার বেগমপুর গ্রামে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানীর অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। পরে ভ্যাম্যমান আদালত বসিয়ে তাকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়। আটককৃত আওয়ামী লীগ নেতার নাম আব্দুল লতিফ (৪৭)। সে উপজেলার বেগমপুর গ্রামের রজব আলী গাজীর ছেলে এবং বেগমপুর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারী।

জানা যায়, গত ১২ জুলাই সন্ধ্যায় ভূক্তভোগী শিশুটি তার পিতার সাথে বাড়ির পাশের বেগমপুর বাজারে ছাতা কেনার জন্য যায়। পরে ছাতা নিয়ে বাড়ি ফেরার পথে সরলমনা শিশুটিকে ডেকে খাবার খাওয়ানোর লোভ দেখিয়ে বাজারের একটি গলিতে নিয়ে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এসময় শিশুটির চিৎকারে অন্যরা এসে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা অঅব্দুল লতিফকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেয়। ওই রাতেই পুলিশ তাকে আটক করে।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ভূক্তভোগী জবানবন্দী গ্রহণ করেন। পরে ঘটনার দিন ১২ জুলাই রাতেই নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ক্ষমতাবলে ভ্রাম্যমান আদালত বসিয়ে শিশুকে শ্লীলতাহানীর দায়ে অভিযুক্থ আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন। পরে ১৩ জুলাই তাকে যশোর জেলহাজতে পাঠায় পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here