শুক্রবার নির্বাচনকালীন সরকার গঠিত হতে পারে

237

নিজস্ব প্রতিনিধি

আগামীকাল শুক্রবার নির্বাচনকালীন সরকার গঠন হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে তিনি বলেছেন, টেকনোক্র্যাটদের জায়গায় নতুন কেউ মন্ত্রিত্ব পাবে না। তাদের পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি।

বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এসব মন্ত্রণালয়ে নতুন কাউকে নিয়োগ দেয়া হবে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘না, নতুন কাউকে আনা হবে না। এ চার মন্ত্রণালয়গুলো বর্তমান মন্ত্রীদের বাড়তি দায়িত্ব হিসেবে দেয়া হবে।’

এদিকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণের পর তাদের পদত্যাগ কার্যকর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here