মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের হাইতকান্দি ইউনিয়নের কুরুয়া শেখ আব্দুল মালেক দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার উন্নয়ন কাজের জন্য আর্থিক অনুদান দিয়েছেন মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম নেতৃত্বে মাদরাসা প্রধান মাওলানা আরিফুল ইসলামের হাতে এই অনুদান তুলে দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, দুবাই সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, রাস আল খাইমাহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল, সমাজসেবক নুরুল আবছার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ খোরশেদ আলম, সভাপতি এম মোরশেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন।