ষান্মাসিক মূল্যায়নের বিদ্যালয় প্রাঙ্গণে মধ্যাহ্ন ভোজের আয়োজন মারুফের শিক্ষার্থীদের

69

 

নিজস্ব প্রতিবেদক
উত্তর চট্টগ্রামের মিরসরাই উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মারুফ মডেল উচ্চ বিদ্যালয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিমপাশে মিরসরাই পৌরসভা এলাকায় বিদ্যালয়টির অবস্থান। প্রতিষ্ঠার অল্প ক’বছরে ফলফল, খেলাধূলা, বিভিন্ন প্রতিযোগিতায় বেশকিছু সফলতা এই প্রতিষ্ঠানটির দখলে গেছে।

সরকারের শিক্ষাব্যবস্থার সকল পর্যায়ে দায়িত্বশীল, স্বপ্রণোদিত,দক্ষ ও সংবেদনশীল ,জবাবদিহিতামূলক, একীভূত ও অংশগ্রহণমূলক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে নতুন শিক্ষাক্রমের লক্ষ্য ঠিক করা হয়েছে । শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি ,জ্ঞান ,যোগ্যতা ,মূল্যবোধ ও সখ্যতা বাড়াতে জাতীয় শিক্ষাক্রমের মূল ভিত্তিতে এসেছে আমুল পরিবর্তন।

তারই ধারাবাহিকতায় মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (২৪ আগস্ট) ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন জীবন ও জীবিকা বিষয়ের স্কিল কোর্স (কুকিং) আয়োজন সফলভাবে সমাপ্ত হয়েছে৷

বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় শিক্ষার্থীদের মধ্যাহ্ন ভোজের আয়োজনের প্রস্তুতি৷ শিক্ষার্থীরা নিজেরাই কাটছে পেয়াজ,মরিচ,আদা, রসুন। একেকজন একেক কাজে ব্যস্ত সময় পার করেছে৷
রান্নার আয়োজনে ছিল ভাত, ডাল, মুরগীর মাংস, আলু ভর্তা ও মিক্সড সবজি৷ প্রায় ৩৪০ জনের জন্য রান্না করা হয়৷

আয়োজিত অনুষ্ঠানে বাড়তি আনন্দ দিতে উপস্থিত ছিলেন ষষ্ঠ শ্রেণির অভিভাবক মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নুরুল আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদমান সময়, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন প্রমুখ।

মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন বলেন, ‘এবয়সে, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা নিজ হাতে দায়িত্ব নিয়ে এতসব কাজ করেছে তাছাড়া দলীয় কাজ উপস্থাপন,টিম লিডার হিসাবে লিডারশীপ প্রদর্শন আমার কাছে মনে হয়েছে শিক্ষার্থীরা যেন রীতিমত উৎসবে মেতেছে।

ছাত্রজীবনের এক ভীতিকর অধ্যায় ছিল পরীক্ষা। এ পরিবর্তন শিক্ষার্থীদের কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে।প্রত্যেকটা শিক্ষার্থীর চোখেমুখে আনন্দ ভরপুর ছিল। বিদ্যালয়ের সকল শিক্ষকদের সবান্ধব সহযোগিতায় সফলভাবে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের মধ্যাহ্ন ভোজের রান্নার আয়োজন সফলভাবে সমাপ্ত হয়েছে। ‘

নতুন শিক্ষাক্রমে বদলে গেছে প্রথাগত শিখন পদ্ধতি ও শিক্ষার্থী মূল্যায়নের ধরন। পরিবর্তন এসেছে পাঠ্য বইয়ের বিষয়বস্তু ও পাঠ বিন্যাসেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here