নিউজ ডেস্ক..
নির্বাচন কমিশন একাদশ জাতীয় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাদেরকে গণমাধ্যমের সঙ্গে কথা না বলার নির্দেশনা দিয়েছে। চলতি মাসের ২২ তারিখে নির্বাচন কমিশনের উপ-সচিব আব্দুল হালিম খান এক চিঠিতে এ নির্দেশ দেন।
ওই চিঠিতে বলা হয়, কমিশনের সম্মতি ছাড়া কর্মকর্তারা কোনও ধরনের সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন না। এমনকি তারা কর্মস্থল ত্যাগ, সরকারের কোনও উন্নয়ন, প্রশাসনিক ও নির্বাচন সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারবেন না।
চিঠির আরও বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ৭-এর দফা ১ ও ২ অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশন বিভাগীয় কমিশনার ঢাকা ও বিভাগীয় কমিশনার চট্টগ্রাম এবং সব জেলা প্রশাসককে ৮ নভেম্বর ২০১৮ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করেছেন। নির্বাচনকালীন সময়ে রিটার্নিং অফিসারদের চাকরি নির্বাচন কমিশনে ন্যস্ত।
উল্লেখ্য, নির্দেশনার এ চিঠিটি মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিব, সব বিভাগীয় কমিশনার, সব জেলা প্রশাসক, সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন অফিসার এবং জেলা নির্বাচন অফিসারদের কাছে পাঠিয়েছে নির্বাচন কমিশন।