সংবাদমাধ্যমে কথা বলতে পারবেন না রিটার্নিং কর্মকর্তারা

254

 

নিউজ ডেস্ক..

নির্বাচন কমিশন একাদশ জাতীয় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাদেরকে গণমাধ্যমের সঙ্গে কথা না বলার নির্দেশনা দিয়েছে। চলতি মাসের ২২ তারিখে নির্বাচন কমিশনের উপ-সচিব আব্দুল হালিম খান এক চিঠিতে এ নির্দেশ দেন।

ওই চিঠিতে বলা হয়, কমিশনের সম্মতি ছাড়া কর্মকর্তারা কোনও ধরনের সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন না। এমনকি তারা কর্মস্থল ত্যাগ, সরকারের কোনও উন্নয়ন, প্রশাসনিক ও নির্বাচন সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারবেন না।

চিঠির আরও বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ৭-এর দফা ১ ও ২ অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশন বিভাগীয় কমিশনার ঢাকা ও বিভাগীয় কমিশনার চট্টগ্রাম এবং সব জেলা প্রশাসককে ৮ নভেম্বর ২০১৮ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করেছেন। নির্বাচনকালীন সময়ে রিটার্নিং অফিসারদের চাকরি নির্বাচন কমিশনে ন্যস্ত।

উল্লেখ্য, নির্দেশনার এ চিঠিটি মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিব, সব বিভাগীয় কমিশনার, সব জেলা প্রশাসক, সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন অফিসার এবং জেলা নির্বাচন অফিসারদের কাছে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here