মিরসরাই প্রতিনিধি
সমাজসেবা ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি’ সম্মাননা পেয়েছেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, ব্যবসায়ী হাজ্বী মোঃ মহসিন আলী। সম্প্রতি ঢাকায় বাংলাদেশ শিশু কল্যান পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী এডভোকেট আব্দুল মান্নান খান। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হক হারুন।
উল্লেখ্য, মহসিন আলী দীর্ঘ সময় ধরে মিরসরাই ও ছাগলনাইয়া উপজেলায় সমাজ সেবার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে অবদান রাখছেন। বারইয়ারহাট বালিক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য, হিঙ্গুলী কদমতলা ইসলামীয়া দাখিল মাদরাসার বিদ্যোৎসাহী সদস্য সহ বিভিন্ন সামাজিক, ধর্মীয়, শিক্ষা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।