সমাজ সেবায় অবদানের জন্য শেরে বাংলা পীস এ্যাওয়ার্ড পেলেন আব্দুর রহিম

23

 

মিরসরাই প্রতিনিধি

সমাজ সেবায় অবদানের জন্য শেরে বাংলা এ কে ফজলুল হক পীস এ্যাওয়ার্ড অর্জন করেছেন মিরসরাইয়ের করেরহাট উদয়ন ক্লাবের সভাপতি ও করেরহাট বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুর রহিম। গত ৩ নভেম্বর ঢাকার
হোটেল প্যান প্যাসিফিকে শেরে বাংলা একে ফজলুল হক ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা গুণীজন সংবর্ধনায় এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর (এমপি)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আব্দুল মুক্তাদির চৌধুরী (এমপি)। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা, বিচারপতি নিজাম উদ্দিন।

আব্দুর রহিম মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের বাসিন্দা। তিনি শাহজালাল (রঃ) মটরস এর স্বত্ত্বাধিকারী। এছাড়া করেরহাট বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলার অন্যতম প্রাচীন স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন।

তিনি এর আগেও সমাজসেবায় অবদানের জন্য একাধিক সম্মাননা অর্জন করেছেন।

আবদুর রহিম রাজনীতি ও ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে সমাজসেবার সাথে জড়িত রয়েছেন। এ্যাওয়ার্ড অর্জন করায় আবদুর রহিমকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here