
মিরসরাই প্রতিনিধি
সমাজ সেবায় অবদানের জন্য ড.শহীদুল্লাহ স্মৃতি সম্মাননা পেয়েছেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী হাজ্বী মোঃ মহসিন আলী। বাংলাদেশ স্বপ্নকুড়ি ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর শিশু কল্যান পরিষদ মিলনায়তনে তাঁর হাতে এই সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সাবেক মন্ত্রী মোঃ আব্দুল মান্নান।
জানা গেছে, মহসিন আলী দীর্ঘ সময় ধরে মিরসরাই ও ছাগলনাইয়া উপজেলায় সমাজ কর্ম করে যাচ্ছেন। তিনি ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, হিঙ্গুলী কদমতলা দাখিল মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য সহ বিভিন্ন সামাজিক, শিক্ষা ও ধর্মীয় কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন।
এম মাঈন উদ্দিন, মিরসরাই ০১৮১৫৫০০৭০৫।
