
নিউজ ডেস্ক..
সম্পাদকদের সাথে রাজধানীর গুলশানের একটি হোটেলে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। শুক্রবার বিকেলে এই বৈঠক শুরু হয়েছে। এতে দেশের প্রথম সারির সব জাতীয় দৈনিকের সম্পাদকদকরা উপস্থিত রয়েছেন।
জাতীয় ঐক্যফ্রন্টের মুখ্যপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বৈঠক প্রসঙ্গে বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা সাংবাদিকদের সাথে কথা বলাটা জরুরী ছিল। এ জন্য জাতীয় দৈনিকের সম্পাদকদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে গত মঙ্গলবার মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের চেম্বারে এক বৈঠক থেকে সম্পাদকদের সাথে বসার সিদ্ধান্ত হয়েছিল।
