মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার সরকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা আক্তারের সঞ্চালনায় ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আবু তোয়াব মজুমদার, ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসান টিপু, ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, সোনালী ব্যাংক নিজামপুর শাখার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদ সিদ্দিকী, ২নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ আলাউদ্দিন, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সোহরাব হোসেন প্রমুখ।