মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের সেচ্ছাসেবী সংগঠন প্রজন্ম মিরসরাইয়ের উদ্যোগে উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ মে) উপজেলা অডিটোরিয়ামে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রজন্ম মিরসরাইয়ের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিফাতের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, মিরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নুরুল হুদা, বান্দরবান জেলা কাস্টমস এন্ড এক্সাইট এর সহকারী কমিশনার কামরুল ইসলাম চৌধুরী, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, দৈনিক সমকাল প্রতিনিধি বিপুল দাশ, ইত্তেফাক প্রতিনিধি শাহাদাৎ হোসেন চৌধুরী, নয়াদিগন্ত প্রতিনিধি এম মাঈন উদ্দিন, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আবু সাঈদ ভূইয়াঁ, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি এম আনোয়ার হোসেন, ভোরের পাতা চট্টগ্রাম প্রতিনিধি নয়ন কান্তি ধুম, ভোরের কাগজ প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, প্রথম আলো প্রতিনিধি ইকবাল হোসেন, আমার সংবাদ প্রতিনিধি সুজন মন্ডল, চট্টগ্রাম প্রতিদিনের মিরসরাই প্রতিনিধি আজিজ আজহার, সময়ের আলো প্রতিনিধি সাদমান সময়, সিভয়েস প্রতিনিধি ফিরোজ মাহমুদ, সিপ্লাপ প্রতিনিধি বাবলু দে, চট্টগ্রাম প্রতিদিনের জোরারগঞ্জ প্রতিনিধি শাহ্ আব্দুলাহ আল রাহাত, চলমান মিরসরাইয়ের প্রতিনিধি শরিফুল ইসলাম ফরাজী ও মাসিক মিরসরাইয়ের প্রতিনিধি ইকবাল হোসেন জীবন, অধ্যাপক মিয়া খান, প্রজন্ম মিরসরাইয়ের আজীবন সদস্য মোস্তাফিজুর রহমান লিটন, শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, নির্বাণ সংঘের সভাপতি তানভীর আহাম্মেদ, প্রজন্ম মিরসরাইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী পরিচালক ইউনুছ নুরি, পরিচালক রায়হান, রহিম সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ফারুকিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার এতিম শিক্ষার্থীর।
ইফতার ও দোয়া মাহফিলের আয়োজক কমিটির আহ্বায়ক আজমল হোসেন মুন্নার সার্বিক তত্ত্বাবধানের সম্পন্ন হয়।
প্রজন্ম মিরসরাই শিক্ষা, বিভিন্ন কর্মশালা, বৃত্তি পরিক্ষা, ত্রাণ বিতরণ, বিতর্ক প্রতিযোগিতা, ব্লাড গ্রুপ ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম ধারাবাহিকভাবে সমগ্র উপজেলা চালিয়ে যাচ্ছেন।