সাংবাদিক নেতা আজহার মাহমুদের পিতার ইন্তেকাল

351

মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য, মিরসরাই প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য সাংবাদিক আজহার মাহমুদের বাবা মো. নুরুল আলম (৬৭) সোমবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। তিনি হাইতকান্দি ইউনিয়নের মুরাদপুর গ্রামের ইউসুফ আলী মেস্ত্রী বাড়ির বাসিন্দা। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় নিজ বাড়িতে জানাযা অনুষ্ঠিত হবে।

মরহুমের মৃত্যুতে শোক জানিয়েছেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল আলম, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু সহ কর্মরত সাংবাদিকবৃন্দ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here