মিরসরাই প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক, দৈনিক নয়া দিগন্তের মিরসরাই প্রতিনিধি সাংবাদিক এম মাঈন উদ্দিনের পিতা হাফেজ রফিউজ্জামান আজ সকাল ১০টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি দীর্ঘদিন ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন।
মরহুমের নামাজের জানাযা আজ বাদ আছর উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ বাজারের জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী নুরুল আমিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী,মিরসরাই প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন।