
আজ ২১শে সেপ্টেম্বর। বারইয়ারহাট পৌর এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক ও শিক্ষানুরাগী সাফায়েত উল্লাহ প্রকাশ সাব মিয়ার ১৮তম মৃত্যু বার্ষিকী। এই উপলক্ষে মরহুমের গ্রামে বায়তুল জান্নাত জামে মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে
দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য ২০০১ সালের ১৭ সেপ্টেম্বর মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হয়ে ২১শে সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
সাফায়েত উল্লাহ উনার বর্ণাঢ্য কর্মময় জীবনে এলাকার বহু শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। এছাড়া বারইয়ারহাট বাজার পরিচালনা কমিটি সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলেরও দায়িত্ব পালন করেন।
