সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন আটক

219

নিজস্ব প্রতিনিধি
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলনকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী নাজমুন নাহার বেবি।

তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রামের চকবাজারের একটি বাড়ি থেকে মিলনকে আটক করা হয়।

জানা গেছে, চাঁদপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল চট্টগ্রাম নগরের চকবাজার থানার একটি বাসায় অভিযান চালিয়ে মিলনকে আটক করে।

জানা গেছে, তার বিরুদ্ধে চাঁদপুরে আদালতে ২৮টি মামলা বিচারাধীন। গত মঙ্গলবার চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সরওয়ার আলমের আদালতে একটি জিআর মামলায় হাজির হওয়ার কথা ছিল তার। কিন্তু আদালতে যাননি তিনি।

মামলার বিবরণ থেকে জানা যায়, বিদেশে যাওয়ার আগে সব মামলায় জামিনে ছিলেন মিলন। কিন্তু দীর্ঘদিন বিদেশে থাকার কারণে এসব মামলায় হাজিরা দিতে পারেননি। এ জন্য ২৬টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here