সামছুন নাহার নূন স্কুল এন্ড কলেজের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

270

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সামছুন নাহার নূন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহষ্পতিবার (২৮ মার্চ) পুরস্কার বিতরণী অনুষ্ঠান সামছুন নাহার নূন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা তৌহিদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে স্কুলের সহকারী শিক্ষক রায়হান উদ্দিন সোহেলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষিকা সানজিদা আক্তার সোনিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ও মহাজনহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই কিন্ডারগার্টেন এসোসিয়েশানের সভাপতি এম. গিয়াস উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিজামপুর কলেজর সাবেক ভিপি চট্টগ্রাম পল্লী বিদ্যুত সমিতি-৩ এর পরিচালক জসীম উদ্দিন অপু, মহাজনহাট স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য সিরাজ উদ্দিন মেম্বার, ফেনী শিল্পকলা একাডেমির প্রশিক্ষক আসমা আক্তার ফেন্সি, সংবাদকর্মী আলিম উল্ল্যাহ রিপন প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here