সারাদেশে ভিটা‌মিন ‘এ’ ক্যাম্পেইন ৯ ফেব্রুয়ারি

489

ডেস্ক রিপোর্ট

ভিটা‌মিন ‘এ’ ক্যা‌ম্পেইন আগামী ৯ ফেব্রুয়ারি আনু‌ষ্ঠিত হ‌বে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. এনায়েতুর রহমান।

রাজধানীসহ সারাদেশে ৬-১১ মাস বয়সী এবং ১২-৫৯ মাস বয়সী প্রায় আড়াই কো‌টি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হ‌বে।

গত ১৯ জানুয়ারি ছিল ভিটা‌মিন ‘এ’ ক্যা‌ম্পেইনের নির্ধারিত দিন। পরে ভারত থেকে আমদানিকৃত ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিন্মমানের হওয়ার কারণে স্বাস্থ্য অধিদফতর কর্তৃপক্ষ ক্যাম্পেইন স্থগিত করে।

এ ঘটনায় অধ্যাপক ডা. এনায়েতুর রহমানকে প্রধান করে গ‌ঠিত তদন্ত কমি‌টি তদন্ত শে‌ষে প্র‌তি‌বেদন দা‌খিল ক‌রে‌ছে। তবে প্রতিবেদনে কী আছে তা বলেননি তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here