সিইসি’র ফিঙ্গার প্রিন্ট শনাক্ত করতে পারেনি ইভিএম

259

সিইসি’র ফিঙ্গার প্রিন্ট শনাক্ত করতে পারেনি ইভিএম

ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। কয়েকবার চেষ্টা করেও তার ফিঙ্গার প্রিন্ট মেলেনি। পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর দিয়ে ভোট দিয়েছেন তিনি।

শনিবার সকাল পৌনে ১১টার দিকে উত্তরা ৫ নম্বর সেক্টরের আইইএস স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। কলেজ ভবনের দোতালায় ৮ নম্বর বুথে তিনি ভোট দিতে যান। ইভিএম মেশিনে তার দুই হাতের বৃদ্ধাঙ্গুলি স্ক্যান করা হয়। তবে কোনোটিই মেলেনি। এরপর দ্রুত কর্মকর্তারা তার জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করেন।

সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সিদ্দিকা বুলবুল এ বিষয়ে বলেন, সিইসির প্রথম দুটি বৃদ্ধাঙ্গুলির ছাপ নেওয়ার চেষ্টা করা হয়। সে সময় সেটি না মেলায় আমরা আর চেষ্টা করিনি। ভোটের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য আমরা তার এনআইডি নম্বর দিয়ে ভোট নিয়েছি।

এ প্রসঙ্গে সিইসি বলেন, কারও ফিংগার প্রিন্ট না মিললেও ভোট দেওয়ার তিন-চারটি উপায় আছে। সেভাবে তারা ভোট দিতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here