সিগনাল খুটির সঙ্গে ধাক্কায় চলন্ত ট্রেনের যাত্রী নিহত

255

 

গাজীপুরে ট্রেনের সিগনাল খুটির সঙ্গে ধাক্কায় ট্রেনের যাত্রী এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম নুর আমিন (২৫)। তিনি জামালপুর জেলার ইসলামপুর থানার কড়ইতলা এলাকার একাব্বর আলীর ছেলে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মান্নান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ট্রেনের একটি বগির দরজার পাশে ওই যুবক দাঁড়িয়ে ছিল। ভোর সাড়ে ৬টার দিকে ট্রেনটি ধীরাশ্রম এলাকায় পৌঁছালে তিনি চলন্ত ট্রেনের দরজার হাতল ধরে বাইরের দিকে উঁকি দেন। এসময় সিগনাল খুঁটির লোহার রড তার শরীরে বিদ্ধ হয়ে তিনি সেখানে ঝুলে থাকেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জানা গেছে, নুর কাজের উদেশ্যে বরিশাল গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে তার মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here