নিজস্ব প্রতিবেদক
সুপ্রিম কোর্টের বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মূলত আইনজীবীদের বসার জন্য নির্দিষ্ট হল রুমের চেয়ার-টেবিল সরিয়ে সংবাদ সম্মেলন করাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়।
মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুরের দিকে আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে এ ঘটনা ঘটে।
উল্লেখ্য, আপিল বিভাগে সদ্য নিয়োগ দেওয়া তিনি আইনজীবীর নিয়োগ প্রক্রিয়ায় জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন ডাকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। মঙ্গলবার দুপুরে চেয়ার-টেবিল সরিয়ে সেখানে সংবাদ সম্মেলন করায় বিতর্ক সৃষ্টি হয়। পরে এ নিয়ে কথা কাটাকাটি ও হট্টগোলে জড়িয়ে পড়ে আইনজীবীদের দুই গ্রুপ।