সেনাবাহিনী মোতায়েন জনগণের প্রত্যাশার প্রতিফলন : মাহবুব তালুকদার

146

সিলেট ব্যুরো

নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে যাতে কেউ আঙুল তুলতে না পারে সে বিষয়ে সবাইকে নজর রাখতে বলেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনে মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে। সোমবার থেকে মাঠে নামবে সেনাবাহিনী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রোববার সিলেট বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আইন-শৃখলা কমিটির বৈঠকের শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে সিলেট বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী ও চার জেলার রিটার্নিং কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন-সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না, ভোটার যাতে নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, এবারের জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর অংশগ্রহণ সমগ্র জাতির আস্থার সংকট মোচন করেছে। নির্বাচনী দায়িত্ব যারা পালন করবেন, তাদের কাছে পক্ষপাতমূলক আচরণ কখনও আশা করি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here