স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণ করল মিরসরাই প্রেসক্লাব

276

মিরসরাই প্রতিনিধি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে স্মৃতিস্তম্ভে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মিরসরাই প্রেসক্লাবের সাংবাদিকরা।

মঙ্গলবার সকালে সাংবাদিকরা শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় মিরসরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি নুরুল আলম, সাবেক যুগ্ম সম্পাদক ও দৈনিক কালেরকন্ঠের এনায়েত হোসেন মিঠু, প্রেসক্লাবের সদস্য দৈনিক ইত্তেফাক ও চলমান মিরসরাইয়ের সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী, দৈনিক নয়া দিগন্ত ও মিরসরাই টাইমসের সম্পাদক এম মাঈন উদ্দিন, সাবেক অর্থ সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশ ও মিরসরাই খবরের সম্পাদক আবু সাঈদ ভুঁইয়া, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের আনোয়ার হোসেন, দৈনিক ভোরের কাগজ ও দৈনিক সাঙ্গুর মোহাম্মদ ইউসুফ, সবখবরের প্রতিনিধি সাদমান সময়, সিভয়েসের ফিরোজ মাহমুদ এবং সিপ্লাস প্রতিনিধি বাবলু দে উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মিরসরাই প্রসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here