Monday, 10 November 2025

[acf field="title_top"]

স্বাধীনতা পুরষ্কার মিরসরাইবাসীকে উৎসর্গ করলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

[acf field="title_bottom"]

প্রকাশিত :

[acf field="reporter_name"]

[photo_card_and_fontsize]

[custom_ad id="2"]

মিরসরাই প্রতিনিধি :
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ খেতাব স্বাধীনতা পদক লাভ করায় বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি কে সংবর্ধিত করেছে মিরসরাই উপজেলা আওয়ামীলীগ।
শুক্রবার (২৯মার্চ) বিকেলে মিরসরাইয়ের আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ছিলো কানায় কানায় পূর্ণ। আগত নেতাকর্মি ও সমর্থকদের ¯েøাগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
স্বাধীনতা পুরস্কার লাভ করায় উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের দেয়া ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্চায় সিক্ত হয়েছেন মিরসরাইয়ের গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
সংবর্ধনা সভায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘রাষ্ট্রের সর্বোচ্চ খেতাব স্বাধীনতা পুরষ্কারে ভুষিত হওয়ায় আমি সম্মানিত বোধ করছি। ১৯৭১ সালে যারা স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছেন তারাও সম্মানিত হয়েছেন। এই অর্জনকে আমি আমার প্রিয় জন্মভুমি মিরসরাইয়ের সর্বস্তরের জনসাধারণকে উৎসর্গ করছি।’ তিনি আরো বলেন, ‘জাতির জনকের ৭ মার্চের ঐতিহাসিক ভাষনকে দীর্ঘ ২১ বছর প্রচার হতে দেয়নি বিএনপি-জামায়াত। অথচ সেই ভাষনকে ইউনোস্কো স্বীকৃতি দিয়েছে। আগামীতে যাতে স্বাধীনতাবিরোধী চক্র ক্ষমতায় না আসতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি।’
উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এসময় আরো বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিহির কান্তি নাথ, যুগ্ম সম্পাদক প্রদীপ রঞ্জন চক্রবর্তি, সাংগঠনিক সম্পাদক, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াসমিন আক্তার কাকলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য খোরশেদ আলম আজাদ, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান এম. আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আর ফেন্সী, মিরসরাই পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌর মেয়র মো. নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নুরুল মোস্তফা, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সিরাজ-উদ-দৌলা, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল গনি, সহ-দপ্তর সম্পাদক তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমুল, উপজেলা যুবলীগের আহবায়ক মোস্তফা মানিক সহ ১৬ ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

মিরসরাইয়ে যুবদল নেতা আবু ছায়েদের উপর হামলা

  মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ে আবু ছায়েদ নামে এক যুবদল নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৫...

নির্বাচনকে ঘিরে মিরসরাইয়ে বিএনপির উঠান বৈঠক

  নিজস্ব প্রতিনিধি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মিরসরাইয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার...

মিরসরাইয়ের হিঙ্গুলীতে বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মিরসরাই প্রতিনিধি: মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ...

মিরসরাইয়ে রাষ্ট্র কাঠামো মেরামত শীর্ষক ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামত’ শীর্ষক ৩১ দফা...

আরও পড়ুন

মিরসরাইয়ে যুবদল নেতা আবু ছায়েদের উপর হামলা

  মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ে আবু ছায়েদ নামে এক যুবদল নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৫...

মিরসরাইয়ের হিঙ্গুলীতে বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মিরসরাই প্রতিনিধি: মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ...

মিরসরাইয়ে খাল পরিস্কার করে পানি প্রবাহ সচল করলো যুবদল নেতা

মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ের করেরহাট বাজারের উত্তর পাশে খালের উপর ময়লা আবর্জনা স্তূপের কারণে পানি প্রবাহ...