সড়ক দুর্ঘটনায় আহত তিন এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ও পরীক্ষা কেন্দ্রে পাঠালেন মিরসরাইয়ের সন্তান ওসি ওমর হায়দার

79

 

নিজস্ব প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তিন শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেন মিরসরাইয়ের কৃতি সন্তান, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার। পরে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে নিজ গাড়ীতে করে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন তিনি। আহতদের মধ্যে আফনান বেগম নামের এক পরীক্ষার্থী আঘাত গুরুতর হওয়ায় তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করেন ওসি।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিনের ন্যায় তিন বান্ধবী একসাথে বাড়ি থেকে বের হয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে। পথিমধ্যে দুর্ঘটনার কবলে পড়ে তারা। দুই বান্ধবী আহত অবস্থায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারলেও আফনান বেগমের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। এতে পরীক্ষায় অংশগ্রহণ করা হলো না তার।
৭ মে(রোববার) সকাল ৯ টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের মামা ভাগিনার দোকান এলাকায় তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশার সাথে পূর্ব দিকে আসা দ্রুতগামী একটি ডাম্পার ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে আহত হয় ওই তিন শিক্ষার্থী।


আহত শিক্ষার্থীরা হলেন, উপজেলার মগনামা ইউনিয়নের মরিচ্যাদিয়া এলাকার আবদুল মালেকের মেয়ে আইরিন জন্নাত রেখা(১৬) ও মগনামা কাজী মার্কেট এলাকার আহমদ শরীফের মেয়ে সাইমা সোলতানা রিফা(১৬)। আফনান বেগমও একই এলাকার আশরাফ মিয়ার মেয়ে। তারা তিনজনই মগনামা উচ্চ বিদ্যালয়ে থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
পরীক্ষা শেষে কথা হয় আইরিন জন্নাত রেখার সাথে তিনি বলেন, পুরো শরীর ব্যাথা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছি। আগে থেকে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি ছিল। কিন্তু দুর্ঘটনা সব এলোমেলো হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে হল সুপার ও পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম বলেন, আজ তাঁদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা। পরীক্ষা অংশগ্রহণ করতে আসার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনের মধ্যে দুইজন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। একজন অনুপস্থিত আছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, খবর পেয়ে তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসা পাওয়ার ব্যবস্থা করেছি। একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল পাটিয়েছে চিকিৎসক। অন্য দুইজনকে পরীক্ষার হলে পৌঁছে দেওয়া হয়েছে। এ ঘটনায় গাড়ী দুইটি আটক আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here