হতদরিদ্রদের ইফতার সামগ্রী উপহার দিল ‘মানবিক ধুম’

498

 

মিরসরাই প্রতিনিধি

মানুষ হয়ে মানুষের জন্য কিছু করতে না পারলে মানুষ হলাম কেন? এমন স্লোগানকে বুকে লালন করে এগিয়ে যাচ্ছে মিরসরাই উপজেলার ‘মানবিক ধুম’ নামে একটি সংগঠন। লকডাউনে আটকে যাওয়া মানুষকে রাতের আধাঁরে খাদ্য সামগ্রী দেয়ার পর এবার ইফতার সামগ্রী উপহার দিয়েছেন তারা।

সমাজের অসহায়,হতদরিদ্র,মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষ গুলোর কুটিরের দিকে হেঁটে চলছে মানবিক ধুমের এক ঝাঁক উদ্যোমী তরুণ।মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নে শতাধিক পরিবারের মাঝে পৌঁছে দিয়েছেন ইফতার সামগ্রী।

কর্মহীন মানুষ গুলো পাশে দাঁড়ানোর ব্রত নিয়ে ফেসবুক ম্যাসেঞ্জারে গড়া ওঠে মানবিক ধুম নামে একটি সংগঠন।গত ৫ এপ্রিল ধুম ইউনিয়নের বাসিন্দা নিজামপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান সায়মনে উদ্যোগে একটি ম্যাসেঞ্জার কনভারসেশন গ্রুপ খোলা হয় যার নাম দেওয়া হয়েছিলো মানবিক ধুম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here