মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ৪ নম্বর ধুম ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজকর্মী হাজ্বী মোঃ সামছুিদ্দন ভূঁইয়া। ওয়ার্ড আওয়ামীলীগের কাউন্সিলে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কাউন্সিলে সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জহির উদ্দিন ইরান, ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, আওয়ামীলীগ নেতা সাইফুদ্দিন চৌধুরী রূপম সহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
হাজ্বী সামছুদ্দিন ভূঁইয়া দীর্ঘ সময় ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন। তিনি বাংলাদেশ আওয়ামী পেশাজীবী লীগ চট্টগ্রাম মহানগরীর সদস্যের দায়িত্বে রয়েছেন ও সাগরিকা পাইপ ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।
তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।