হামলায় রক্তাক্ত গয়েশ্বর

369

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা চালিয়েছে সরকারি দলের নেতাকর্মীরা। আজ সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে কদমতলী চৌরাস্তা এলাকায় ধানের শীষের প্রচারণা চালানোর সময় এ হামলার ঘটনা ঘটে। সাংবাদিকদের  এ তথ্য নিশ্চিত করেন গয়েশ্বর চন্দ্র রায়ের ব্যক্তিগত সহকারি মো. শাহিন আলম। তিনি বলেন, জিঞ্জিরা ইউনিয়ন এলাকায় প্রচারণা চালানোর সময় কদমতলী চৌরাস্তা এলাকায় গেলে হামলা চালায় সরকারি দলের সমর্থকরা। এতে তিনি মাথায় আঘাত পান। এখন রাজধানীর কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here