
মিরসরাইয়ের ২ নং হিঙ্গুলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন তরুণ ব্যবসায়ী, সমাজ সেবক আলহাজ্ব আনোয়ার হোসেন। সোমবার ( ২৩ সেপ্টেম্বর) বিকেলে দলীয় কাউন্সিলে তিনি দীন মোহাম্মদ মেম্বারকে পরাজিত করেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে জামাল উদ্দিন সওদাগর।
আনোয়ার এগ্রোর স্বত্ত্বাধিকারী আনোয়ার হোসেন দীর্ঘ সময় রাজনীতির পাশাপাশি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনি মিরসরাই এসোসিয়েশনের দাতা ও পৃষ্টপোষক সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়ের দাতা সদস্য সহ বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বে রয়েছেন।
