হিজাব আমার চোখে আধুনিকতা ও আভিজাত্যের প্রতীক

4156

অনলাইনে সম্প্রতিক ভাইরাল হওয়া মা ও ছেলের ক্রিকেট খেলা নিয়ে। একদল বিভিন্নভাবে সমালোচনা করে যাচ্ছে। এরই প্রেক্ষিতে, বাংলাদেশ জাতীয়বাদী মহিলা দলের সম্মানিত সভাপতি আফরোজা আব্বাস স্ট্যাটাসের মাধ্যমে সমালোচকদের প্রতিবাদ জানিয়েছেন।নিচে ওনার লেখা টি তুলে ধরা হলো।

“ন্যাংটো হয়ে ছুটোছুটি-লুটোপুটি করলে সেটা হয় অধিকার, আর শালীন পোষাকে শরীর ঢেকে রাখলে তা নাকি ধর্মান্ধতা! কী অদ্ভুত ভাবনা, কী নোংরা মানসিকতা! এমনটি যারা বলে, তাদের দিকে তাকাবার রুচি নেই আমার, চোখ পড়ে গেলেও বমি আসে। কিন্তু তাদের সাহস দেখে আমি তাজ্জব হই। বেলাল্লাপনার অধিকার নিয়ে মাতামাতি করুক, কিছু বললাম না, কিন্তু শালীনতার বিরুদ্ধে ওরা ঘেউ ঘেউ করে কীভাবে?

হিজাব আমার চোখে আধুনিকতা ও আভিজাত্যের প্রতীক; হিজাব সম্ভ্রান্ত মানুষের পোষাক। যারা হিজাব মেনে চলে, আমি তাদের জঙ্গলের প্রাণীদের থেকে আলাদা বিবেচনা করতে ভালোবাসি। মানব সম্প্রদায়ে তারাই অনুসরণীয়।”
লিখাটি Afroza Abbas ফেসবুক পেজ থেকে সংগ্রহকৃত

 

 

সমালোচিত কিছু স্ক্রিনশট দেয়া হলো 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here