১ম বিভাগ ক্রিকেট লীগে মিরসরাই স্পোর্টিং ক্লাবের ৭ ক্রিকেটার

293

 

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অধীনে আয়োজিত চট্টগ্রাম ১ম প্রথম বিভাগ ক্রিকেট লীগে প্রথম বারের মতো সুযোগ পেয়েছেন মিরসরাই স্পোর্টিং ক্লাবের ৭ ক্রিকেটার। ক্রিকেট লীগে সুযোগ প্রাপ্ত ক্রিকেটাররা হচ্ছেন মিরসরাই স্পোর্টিং ক্লাবের ছায়েদ আনোয়ার বাবু,আফজাল হোসেন সাকিব,শাহ আব্দুল্লাহ আল রাহাত,মোঃ নূরের নবী,আহমেদুল হোসাইন সৌরভ,দাউদুল ইসলাম আরমান এবং মোঃ আলী। সুযোগপ্রাপ্ত ক্রিকেটাররা মিরসরাই স্পোর্টিং ক্লাবের আওতাধীন অনুশীলন করে থাকেন। তাদের মধ্যে ৬ জন গত বছর চট্টগ্রাম তৃতীয় বিভাগ ক্রিকেটে মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার হয়ে অংশগ্রহণ করে। চলতি বছর তারা সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থার হয়ে চট্টগ্রাম ১ম বিভাগ ক্রিকেট লীগে অংশ গ্রহণ করবে। গত ২০ ফেব্রুয়ারী সিজিকেএস কার্যালয়ে ৭ ক্রিকেটারের দলবদল সম্পন্ন হয়। কোচ কামাল তার বক্তব্যে বলেন, আমাদের ক্লাবের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এমন কিছু খেলোয়াড় বের করবো যারা আসলে স্বপ্ন দেখতে পছন্দ করে। আমরা সাধারণ কোনও প্রতিভার পেছনে ছুটবো না। আমরা তাদের পেছনেই ছুটবো যাদের স্বপ্নটা আকাশ ছোঁয়া। ছেলেরা যদি স্বপ্ন দেখে, আর স্বপ্ন দেখানোর পথটা যদি আমরা ঠিক করে দিতে পারি তাহলেই আমাদের উদ্দেশ্য সফল হবে। ১ম বিভাগ ক্রিকেট লীগে সুযোগ পাওয়ায় সকলকে অভিনন্দন জানিয়েছেন মিরসরাই স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক জসিম উদ্দিন দুলাল।এসময় তিনি বলেন মিরসরাই স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠার পর ক্রিকেট বিভাগের জন্য এটি অনেক বড় অর্জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here