মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে মরহুম আবু ছালেক কোম্পানি চেয়ারম্যান মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর টুর্নামেন্ট আয়োজন করেছেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন অনির্বাণ ক্লাব। ১০০১ টাকা এন্ট্রি ফি টুর্নামেন্টটির ফি জমা দেয়ার শেষ তারিখ ১২ অক্টোবর। ড্র অনুষ্ঠিত হবে ১৩ অক্টোবর এবং উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর করেরহাট ফরেস্ট অফিস সংলগ্ন ঘোড়ামারা ওয়াপদা মাঠে।
বিসমিল্লাহ টিম্বার এন্ড ফার্নিচার মার্ট ও রিয়াজুল হাসান ব্রিকস্ ম্যানুফ্যাকচারিং এর পৃষ্ঠপোষকতায় ফাইনাল খেলায় বিজয়ী দলকে দেয়া হবে চ্যাম্পিয়ন ট্রফিসহ ১০হাজার টাকা। এবং পরাজিত দলকে রানার আপ ট্রফিসহ দেয়া হবে ৭ হাজার টাকা।
প্রত্যেক খেলা নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, প্রত্যেক দলে ৫ জন খেলোয়াড় এবং ২ জন অতিরিক্ত খেলোয়াড় এবং জার্সি ও বল বাদ্ধতামূলক।
খেলায় রেফারির সিদ্ধান্ত চুড়ান্ত বলে গন্য হবে। কোন ধরনের বিশৃংখলা সৃষ্টি হয় এমন আচরণ করা যাবেনা। অন্যথায় জরিমানা ও দল বহিস্কার করা হবে। উইনার কার্ড বাবদ ২শ টাকা ফি জমা দিতে হবে। প্রত্যেক খেলায় নির্বাচিত ম্যান অব দ্যা ম্যাচ পুরুষ্কার ও সেরা ৫ জন দর্শককে পুরুষ্কৃত করা হবে।