
বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি)র চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ায় মুক্তির দাবীতে ২০শে জুলাই চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে মিরসরাই উপজেলা যুবদলের প্রস্তুতি সভা সম্পুর্ণ হয়েছে।

১৭ জুলাই বুধবার বিএনপির কার্যালয় নাসিমন ভবনে মিরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক শাহীনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম -১ (মিরসরাই) সংসদীয় আসনে বিএনপি’র সংসদ সদস্য প্রার্থী মোঃ নুরুল আমিন । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দীন মাহমুদ, চট্টগ্রাম উত্তরজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর,গাজি নিজাম উদ্দিন,চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সভাপতি মোঃজাহিদুল আফসার জুয়েল সহ মিরসরাই উপজেলা বিএনপি,যুবদল,সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে ২০ তারিখের সমাবেশ সফল করার পাশাপাশি কারাবন্দী বিএনপি’র যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম উত্তরজেলা বিএনপি’র আহ্বায়ক আসলাম চৌধুরী ও বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র আহবায়ক মোঃ দিদারুল আলম মিয়াজীর নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন।

