৩০ ডিসেম্বর আরেকটি ভোট বিপ্লব : ড. কামাল

242

নিজস্ব প্রতিবেদক
জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, ১৬ কোটি মানুষকে ভয় দেখানো সম্ভব নয়। তাদেরকে মারাও সম্ভব নয়। জনগণ ঐক্যবদ্ধ আছে। জাতীয় ঐক্যফ্রন্ট সাড়া পেয়েছে। ৩০ ডিসেম্বর ভোটের মাধ্যমে আরেকটি বিপ্লব হবে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা সারাজীবন স্বৈরাচারের বিরুদ্ধে ফাইট করেছি। ’৭১ সালে স্বৈরাচারের বিরুদ্ধে ফাইট করেছি। তারা বিজয়ী হতে পারেনি, আমরাই বিজয়ী হয়েছি। ১৬ ডিসেম্বরের পর আবার ৩০ ডিসেম্বর বিজয়ী হবো।

ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, স্বাধীন দেশের প্রশাসন, কোনও দলের লোক হতে পারে না। প্রশাসনকে বলবো, জনগণের স্বার্থে কাজ করুন, কোনও দলের স্বার্থে নয়। ধানের শীষ কোনও দলের প্রতীক নয় উল্লেখ করে ড. কামাল বলেন, ধানের শীষ মানুষের মুক্তির প্রতীক। সবাই ঐক্যবদ্ধাভাবে ধানের শীষে ভোট দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here