মিরসরাই প্রতিনিধি
সংযুক্ত আরব আমিরাতে জেড এন্ড এস গ্রুপের চেয়ারম্যান ও গোল্ডেন ভিসাপ্রাপ্ত তরুণ উদ্যোক্তা বাংলাদেশ সরকার কর্তৃক হেট্টিক সিআইপি নির্বাচিত হওয়া মিরসরাইয়ের কৃতি সন্তান মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপির উদ্যোগে ৫ শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
কয়েকদিন যাবত ধাপে ধাপে উপজেলার ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন ও চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়। জিয়া উদ্দিন সিআইপির মা মরহুমা ফাতেমা বেগমের ইসালে সওয়াবের উছিলায় শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করেন।
মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি বলেন, মিরসরাইয়ে হয়ে যাওয়া ভয়াবহ বন্যা, ক্রীড়া ও শিক্ষাসহ বিভিন্ন ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছি কয়েক বছর যাবত। মিরসরাইয়ের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে গর্ববোধ করি। ইনশাল্লাহ, ভবিষ্যতেও আমার মানবিক কর্মকান্ড অব্যাহত রাখার চেষ্টা করবো।