বাংলাদেশ ক্রিকেট দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন মাত্র ছয়টি টেস্ট ম্যাচ খেলা কার্ল ল্যাঙ্গেভেল্ট। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার দুই বছর মেয়াদী চুক্তিতে নিয়োগ পেতে যাচ্ছেন।
২৭ জুলাই শনিবার সন্ধ্যায় বোর্ড মিটিং শেষে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য জানান।
১৯৭৪ সালে দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া কার্ল ল্যাঙ্গেভেল্ট তার দেশের হয়ে ছয়টি টেস্ট ও ৭২টি ওয়ানডে খেলেছেন। টেস্ট ক্রিকেটে তার উইকেট সংখ্যা ১৬। অন্যদিকে ওয়ানডে ক্রিকেটে তিনি ১০০টি উইকেট শিকার করেন। এ ছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে নয় ম্যাচ খেলে তিনি পেয়েছেন ১৭ উইকেট।
ল্যাঙ্গেভেল্ট এর আগে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করেছন।