৭ম বার ঝুলনপোল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান

277

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয়ের পরিচালনা (এডহক) কমিটির সভাপতি মনোনিত হয়েছেন বিশিষ্ট সমাজ সেবক, রাজনীতিবিদ, শিক্ষানুরাগী আলহাজ্ব এস এম আবু সুফিয়ান। এনিয়ে টানা ৭ম বারের মতো সভাপতি মনোনীত হয়ে রেকর্ড গড়েছেন তিনি। তার দায়িত্বপালনকালীন সময়ে বিগত ৬ বার বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক ও ছাত্র ছাত্রীদের শিাবান্ধব বিভিন্ন সুযোগ সুবিধা, এসএসসি ফলাফলে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। বিদ্যালয়ের পড়ালেখার মানোন্নয়ন, অবকাঠামোগত সুবিধা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ড প্রশংসিত হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিাবোর্ড চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী গত ২০ জুলাই স্বারিত স্বারক চশিবো/ বিদ্যা/চট্টঃউঃ মির)/ ৯৫ /( অংশ- ১)/ ৮৫৫/ (৩) নং স্বারকপত্রে এডহক কমিটি অনুমোদন নিশ্চিত করেছেন। চার সদস্য বিশিষ্ট কমিটির পদাধিকার হিসাবে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান শিক। জেলা শিা অফিসার কর্তৃক মনোনীত জয়নাল আবেদীন (শিক প্রতিনিধি) সদস্য, দ্বীন মোহাম্মদ উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত (অভিভাবক প্রতিনিধি) সদস্য। উক্ত কমিটি ম্যানেজিং কমিটির মতাপ্রাপ্ত বলে সকল কর্মকান্ড পরিচালনা করবেন। এই এডহক কমিটি নির্ধারিত সময়ে ম্যানেজিং কমিটি গঠন করবে।

এস এম আবু সুফিয়ান দায়িত্ব পালনে অতীতে মত আগামীতেও সকলের সহযোগীতা কামনা করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here