৯৯৯ এ কল-মিরসরাইয়ে বিয়ে বন্ধ করলো পুলিশ

218

মিরসরাই প্রতিনিধি
দেশ যখন মহামারি করোনাভাইরাসে অচল ঠিক তখনি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছিল প্রবাসী রুবেল। ৯৯৯ এ কল পাওয়ার সে বিয়ে বন্ধ কওে দিয়েছে মিরসরাই থানা পুলিশ। বৃহস্পতিবার ( ২৬ মার্চ) দুপুরে উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের দণি মঘাদিয়া ঘোনা এলাকায় এই বিয়ে বন্ধ করা হয়। ওই এলাকার এনামুল হকের ওমান ফেরত ছেলে রুবেলের বিয়ের সব প্রস্তুতি ছিল।

মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ জানান, ৯৯৯ কল পেয়ে ওসি স্যারের নির্দেশে এস আই ইমরান সহ একটি টিম ঘটনাস্থলে গিয়ে (বৃহস্পতিবার) একটি বিয়ে বন্ধ করে দেয় এবং করোনাভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে বিয়ের অনুষ্ঠান বন্ধ রাখতে সতর্ক করেন। রুবেলে পিতা এনামুল হক বলেন, ছোট আকারে মসজিদে শুধু আকদ হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ এসে বন্ধ বন্ধ রাখতে নির্দেশ দিলে আর আকদ হয়নি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here