বিজয়ের ব্যাপারে আশাবাদী হিরো আলম

192

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালেই ভোট দিয়েছেন বগুড়ার আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম (হিরো আলম)। এ সময় সুষ্ঠু ভোট হলে জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

সিংহ প্রতীক নিয়ে নির্বাচন করছেন তিনি।
আজ রবিবার সকালে ভোট দেয়ার পর উপস্থিত গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, এমনিতে সমস্যা নেই। ভোট চলছে। কোথাও কোথাও পোলিং এজেন্টদের বের করে দেয়ার কথা শুনছেন। তবে সুষ্ঠু নির্বাচন হলে তিনি বিজয়ের ব্যাপারে আশাবাদী।

এর আগে গত ২ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাইয়ের প্রথম দিনেই হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। পরে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করলেও তা খারিজ হয়ে যায়।

এরপর বিষয়টি নিয়ে হাইকোর্টে যান তিনি। রিট করে গত ১০ ডিসেম্বর প্রার্থিতা ফিরে পান হিরো আলম।

পরে তাকে সিংহ প্রতীক বরাদ্দ দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here